রংপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাত, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে ওই প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন রংপুর ডেইরী ফার্মর্স এসোসিয়ৈশনের নেতৃবৃন্দ।
সংবাদ সমম্মেরনে বলা হয়, রংপুর সদর উপজেলায় ৩৯ টি প্রডিউসার আপ গঠন করা হয়। প্রতিটি গ্রুপে ৪০ জন করে খামারী নিয়ে গঠিত হয়। সদর উপজেলায় মোট ১৫৬০ জন সদস্যদের গত ১৪ মাস প্রতি মাসে ১দিনর ডেভলপমেন্টের প্রশিক্ষনের জন্য প্রকল্প থেকে বরাদ্দকৃত অর্থ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রহমত আলীর অনিয়ম ও অবৈধভাবে আত্মসাৎ করেছেন। প্রডিউসার গ্রুপ এর প্রতি সদস্যের জন্য খাবার বাবদ ৩০০ টাকা বরাদ্দ। সেই খাবারের বরাদ্দকৃত মধ্যে ভ্যাট কর্তন করা হয় ২১ টাকা, অবশিষ্ট ২৭৯ টাকার মধ্যে খাবার বাবদ খরচ করা হয় সর্বোচ্চ প্রতি সদস্য হতে প্রায় ৮০ টাকা করে আত্মসাৎ করা হয়, যা মোট ১৫৬০ খামারী হতে আনুমানিক ৯ লাখ টাকা। প্রশিক্ষনের জন্য প্রতি মাসে খাতা কলম এর জন্য বরাদ্দের টাকা, প্রশিক্ষণে প্রতিটি গ্রপের অনুপস্থিত সদস্যদের বরাদ্দকৃত খাবার ও আনুষঙ্গিক সকল খাতা কলম এবং সঞ্চয়ের টাকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভোগ করেন। এভাবে বিভিন্ন খাতে গত ১৪ মাসে এককোটি টাকার বেশি আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত দাবি করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ডেইরী ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, সাধারণ সম্পাদক এসএম আমিনুল ইসলাম।