“মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে” এবং “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” শ্লোগানকে সামনে রেখে বুধবার সকালে জেলার আগৈলঝাড়া উপজেলায় দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে সকাল দশটায় ভেগাই হালদার পাবলিক একাডেমীর হলরুমে বির্তক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অধ্যাপক লিয়াকত আলী হাওলাদার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এমএ মন্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন। কমিটির সদস্য তপন বসু জানান, সবশেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সম্মাননা সনদপত্র প্রদানসহ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়েছে।
একইদিন গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুরূপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ¦ খন্দকার মোঃ শাহে আলম মঞ্জুর সভাপতিত্বে প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান।