বাথরুমের গ্রীল কেটে ব্যাংক কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত গভীর রাতে জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামে। এ ঘটনায় বুধবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কৃষি ব্যাংকের কর্মকর্তা কাজী জিয়া ছোট ভাই কাজী সাইমন জানান, রাতে বাথরুমের গ্রীল কেটে সংঘবদ্ধ চোরেরা বাসায় প্রবেশ করে আলমিরা ভেঙ্গে সাত ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।