বুধবার সকালে যশোরের ঝিকরগাছায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কপোতাক্ষ নদে অভিযান চালিয়ে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে নষ্ট করে দিয়েছে। বুধবার সকালে ঝিকরগাছা পৌর সদরের কাটাখাল নামক স্থানে কপোতাক্ষ নদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম মামুনুর রশিদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় সেখান থেকে ১৫০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এরপর তা পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহাজান আলী, সহকারী মৎস্য অফিসার নান্নু মিয়া এবং ঝিকরগাছা থানার এস আই সুমন। নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যাপকহারে দেশীয় প্রজাতির মাছ ধ্বংস করে থাকে।