সিরাজগঞ্জের রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়নের ক্ষিরিতলা বাজারে গণসংযোগ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসেন শুভন সরকার। আগামী ৫ই জুন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে গত মঙ্গলবার সন্ধ্যাকালীন গণসংযোগ পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসেন শুভন সরকার। ওই অনুষ্ঠানে সুনিল কুমার মাহাতোর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আরিফ মাহমুদ মিঞা, সাবেক ভিপি ফেরদৌস আলম শামীম, ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনায়েন টিটো। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আন্দন কুমার মাহাতো, জামিল উদ্দিন, ভীম কুমার মাহাতো প্রমূখ। শুভন সরকার বলেন উন্নয়নের গতিধারায় যখন বাংলাদেশ বি-নির্মাণ হতে যাচ্ছে। তখন রায়গঞ্জ উপজেলায় তেমন কোন উন্নয়ন চোখে পড়ারমত নয়। এর কারণ স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে উপজেলা চেয়ারম্যান যারাই নির্বাচিত হয়েছেন তাদের সাথে সমন্বয়হীনতার অভাব। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আপনাদের সেবক হিসাবে স্থানীয় সংসদ সদস্যর সাথে সমন্বয় করে আপনাদের পাশে থেকে রায়গঞ্জের উন্নয়ন করতে চাই। ৫ জুন আপনারা শতস্ফুতভাবে ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে কেউ আপনাদের বাধা দিতে পারবে না বলে বক্তারা ভোটারদের প্রতি তাদের এই আহব্বান জানান।