পিরোজপুরের কাউখালীতে নিবন্ধিত জেলেদের মাঝে বকরা বাছুর বিতরণ। কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় বুধবার ১৫ মে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বকরা বাছুর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান,কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমরাজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাহাঙ্গীর হোসেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন অফিস সহকারি রাকিবুল আলম। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নিবন্ধিত জেলেদের ভিতরে ৩৭ জেলেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বকরা বাছুর হাতে তুলে দেওয়া হয়। বকরা বাছুর হাতে পেয়ে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের মৎস্যজীবী বজলু শেখ ও শিয়ালকাঠী ইউনিয়নের ফলইবুনিয়া গ্রামের মৎস্যজীবী বসির ডাকুয়া আনন্দের সহিত বলেন, আমরা প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গরু পেয়েছি আমরা এর যতœ করে নিজেকে আরও সাবলম্বী করে তুলবো। আমরা সরকারের সকল আদেশ মান্য করব। এবং নিষিদ্ধ সময়ে আমরা নদীতে মাছ ধরবো না ও অবৈধ জাল কখনোও ব্যবহার করব না।