সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখার জন্য শেরে বাংলা স্মৃতি পদক-২০২৪ লাভ করেছেন পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বরাত আলী। তিনি ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও মসজিদ পাড়া মহল্লার আকবার আলী প্রামানিকের ছেলে।
মঙ্গলবার সকালে ভাঙ্গুড়া পৌরসভা কার্যালয়ে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের পক্ষ থেকে সংগঠনটির রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মিলন হোসেন মিন্টু তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এর আগে গত ১০ মে রাজধানীর একটি মিলনায়তনে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মানে ভূষিত করা হয়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত মেয়র বরাত আলী বলেন, কাজের স্বীকৃতি স্বরুপ শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ তাকে এ সম্মাননা দেওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। তার এই প্রাপ্তি কাজের স্পৃহাকে আরও বাড়িয়ে দেবে। প্রসঙ্গত,এর আগে সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদান রাখার জন্য মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২ লাভ করেন বরাত আলী।