এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল থেকে ওই এলাকার পত্রিকা বিক্রেতা নূর মোহাম্মদের কন্যা সুরাইয়া আক্তার সকল বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। সুরাইয়া সর্বমোট ১১৯০ মার্ক পেয়ে এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলে ২য় স্থান অর্জন করেন। সুরাইয়ার পিতা নূর মোহাম্মদ জাতীয় ও স্থানীয় পত্রিকা বিক্রি এবং স্থানীয় একটি মৎস খামারে কাজ করে জীবিকা নির্বাহ করেন।
নূর মোহাম্মদ পেশায় পত্রিকা বিক্রেতা হলেও ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে তিনি সচেষ্ট। পত্রিকা বিক্রেতা নূর মোহাম্মদের ২কন্যা ও ১পুত্র সন্তান রয়েছে, অপর কন্যা তানিয়া আক্তার বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলে ৭ম শ্রেণীতে ও ছেলে আবু তালহা জোনায়েদ স্থানীয় একটি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়া শুনা করেন। নূর মোহাম্মদের বাড়ি নেত্রকোনা জেলা শহরের রাইদুস রুহি গ্রামে হলেও কাজের সুবাদে তিনি দীর্ঘ ৮বছর যাবৎ নাঙ্গলকোটের চারিজানিয়া গ্রামে স্ব-পরিবারে বসবাস করেন। ২০২৩ সালে সুরাইয়া আক্তার জাতীয় হাতের লেখা প্রতিযোগীতায় কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ স্থান লাভ করে।
মেধাবী শিক্ষার্থী সুরাইয়া কঠোর পরিশ্রম করে জীবনের লক্ষ্যে এগিয়ে চলছে, দারিদ্রতা যে কোন বাধা নয় তা প্রমান করেছে সুরাইয়া। তার মেধা ও প্রচেষ্টার কাছে হার মেনেছে দারিদ্রতা। এসএসসি পরীক্ষায় সুরাইয়া জিপিএ-৫ পাওয়ায় খুশি তার শিক্ষক মন্ডলী ও পরিবার। তবে খুশির পাশাপাশি সুরাইয়ার উচ্চশিক্ষা নিয়ে হতাশাও কাজ করছে সুরাইয়ার দরিদ্র পত্রিকা বিক্রেতা পিতা নূর মোহাম্মদের মাঝে।
সুরাইয়া আক্তার বলেন, আমার শিক্ষক ও পিতা-মাতার সহযোগিতা এবং আল্লাহর রহমত থাকায় আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি। আমার উচ্চ শিক্ষা অর্জনের স্বপ্ন সেই ছোটবেলা থেকে, কিন্তু এসএসসিতে জিপিএ-৫ অর্জন করলেও আমার পরিবারের আর্থিক অবস্থার কথা ভাবলে তখন মনে হয় আমার উচ্চশিক্ষা গ্রহণ করা হবে না। আমি সকলের দোয়া চাই।
পত্রিকা বিক্রেতা নূর মোহাম্মদ বলেন, আমি খুব কষ্ট করে সংসার চালিয়ে আসছি। তবে যত কষ্টই হোক আমি আমার ২ মেয়ে ও এক ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করতে চাই। সবাই আমার জন্য দোয়া ও সহযোগীতা করবেন।