টাঙ্গাইলের সৃষ্টি অ্যাকাডেমিক স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে জমজ দুই বোন। তাদের একজন উচ্চশিক্ষা গ্রহণ করে হতে চায় চিকিৎসক।অপরজন সপ্ন দিকে দেখে প্রকৌশলী হওয়ার।
জিপিএ -৫ প্রাপ্তরা হলেন-আফরা আনিকা হক লামিয়া ও আফরা নাওয়ার হক লাইবা।লামিয়ার প্রাপ্ত নম্বর -১১৮২ আর লাইবার প্রাপ্ত নম্বর ১১৯৬।তারা দুজনেই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
লামিয়া ও লাইবা ইমদাদুল হক ও শায়লা পারভীন সম্পত্তির জমজ কন্যাসন্তান ও বিশ্বাস বেতকা এলাকার বাসিন্দা।
লামিয়া জানায়, তাদের এ সাফল্যের পিছনে কঠোর পরিশ্রম ও তাদের মা-বাবার অবদানটাই মূখ্য ছিলো। লামিয়া ভবিষ্যতে চিকিৎসা হয়ে মানুষের সেবা করতে চায়।
অপরদিকে লাইবা জানায়, আমরা দু'জন বোনের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনেক ভালো।পড়ালেখার ক্ষেত্রে আমরা একে অপরকে অনেক সহযোগিতা করতাম।
এ বিষয়ে জমজ দুই সন্তানের জননী জানান,কখনো আমার মেয়েদের পড়ার কথা বলতে হতো না।তাদের দুজনেই পড়াশোনার প্রতি অনেক আগ্রহী ছিলো।তাদের এ সাফল্যে আমি অনেক খুশি।
এ বিষয়ে লাইবা ও লামিয়ার গৃহ শিক্ষক মানিক চাঁদ বলেন, যখন থেকে আমি ওদের দুজনকে পড়াই,ওদের মধ্যে কখনো পড়াশোনার প্রতি অনাগ্রহ দেখিনি। ওদের মেধা ও পরিশ্রম দেখে আমি আশাবাদী ছিলাম এ রকম ফলাফল অর্জনের বিষয়ে।