শেরপুরের নালিতাবাড়ীতে ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত ১ হাজার ২৯২ বস্তা চিনি উদ্ধার করাছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রুহুল আমিন (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (১৩ মে ) রাতে আটক রুহুল আমিনের বসতবাড়ি ও উপজেলার বিভিন্ন জায়গায় থাকা গোডাউন থেকে এসব চিনি উদ্ধার করা হয়। পরে সেখান থেকে চিনিগুলো নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। আটক রুহুল আমিন উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বড়ুয়াজানি এলাকার শের আলীর ছেলে।
শেরপুরের পুলিশ সুপার মো. আকরামুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত চিনি বিভিন্ন কোম্পানির মোড়কে বিক্রির উদ্দেশ্যে মজুদ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ ও নালিতাবাড়ী থানা পুলিশ। এসয়য় চিনি চোরাচালানের সঙ্গে জড়িত রুহুল আমিনের বসতবাড়ি ও উপজেলার বিভিন্ন জায়গায় থাকা গোডাউন থেকে মোট ১ হাজার ২৯২ বস্তা চিনি উদ্ধার করা হয়। সেইসঙ্গে আটক করা হয় রুহুল আমিনকে। উদ্ধার চিনির পরিমাণ প্রায় ৬২ টন এবং এগুলোর বাজার মূল্য প্রায় পৌনে এক কোটি টাকা।
পুলিশ সুপার মো. আকরামুল হোসেন, পিপিএম বলেন, এই চোরাচালানের সঙ্গে আরও কয়েকজন সম্পৃক্ত রয়েছেন। আমরা আটক রুহুল আমিনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছি। আশা করছি তার মাধ্যমে আমরা আরও তথ্য পাবো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি শেরপুরের সীমান্ত দিয়ে চিনিগুলো আসছে না। আসছে হালুয়াঘাট সীমান্ত দিয়ে। তবে শেরপুরকে রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিছুকিছু ক্ষেত্রে এখানে স্টোর প্লেস হিসেবেও ব্যবহার করা হচ্ছে। আমরা সেটি প্রতিরোধেও কাজ করছি। এই ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।