চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাচনকে ঘিরে করে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভাজন ক্রমে তুঙ্গে উঠতে শুরু করেছে। ফলে দলীয় আদর্শ থেকে চ্যূত হয়ে নেতা কর্মী ও সমর্থকেরা ব্যাক্তি অনুসারী হয়ে উঠতে শুরু করেছে। এতে করে আগামী ২১মে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে ব্যক্তি অনুসারীরা প্রতিপক্ষ প্রার্থীর অনুসারীদের প্রতি কতটুকু সংযত আচরণ করবে এ নিয়ে শংকা বোধ করছেন পর্যবেক্ষক মহল। তবে প্রশাসন এই নির্বাচনে কোন রুপ অনিয়ম ও সহিংসতা বরদাস্ত করা হবে না বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন।
জানা যায়, এবার সবদলের অংশগ্রহণ মুলক নির্বাচন করতে সরকার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক বাদ দিয়েছেন। এরপর ও দেশের বৃহদ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্য কোন দলের প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ না করায় শুধু সরকার দলীয় প্রার্থীরাই নির্বাচনে প্রতিদ্বদ্ধী। এই উপজেলায় নির্বাচনে আওয়ামী লীগ ঘরনার তিন প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আবাস পাওয়া যাচ্ছে। আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে হাটহাজারী উপজেলায় উৎসবের আমেজ দেখা যাচ্ছে। নির্বাচনী প্রচারণা, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে মহাসড়কের আশেপাশ ও গ্রামীণ জনপথের রাস্তাঘাট। তবে এ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে তীব্র প্রতিদ্বদ্ধিতা হবে বলেও মনে করছেন বিজ্ঞ মহল। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পূরুষ পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন।
চেয়ারম্যান পদে গতবার বিনা প্রতিদ্বদ্ধিতায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম এবার দলীয় প্রতীক ছাড়া মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। তাঁর প্রত্যাশা তিনি দীর্ঘ পাঁচ বছর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন তাই মানুষ এবারও তাকে নির্বাচিত করে মানুষের জন্য কাজ করার সুযোগ দিবেন বলে তিনি আশাবাদী। তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগে গিয়ে বলছেন, আমি যদি ভালো কাজ করে থাকি তবে আমাকে একটা ভোট দিবেন আর যদি না করে থাকি তবে আমাকে ভোট দেয়ার দরকার নাই। উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গনি চৌধুরী আনারস প্রতীক নিয়ে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্ধিতায় করছেন। তিনি এর আগেও একবার উপজেলা পরিষদ নির্বাচন করেছিলেন। তবে বিগত নির্বাচনে তিনি বিজিত হলেও স্হানীয় সাংসদের সাথে থেকে তিনি হাটহাজারীর মানুষের জন্য কাজ করেছেন।
এবার প্রথম বারের মতো ঘোড়া প্রতীক নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান। উপজেলার প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ড এবং পৌরসভা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তাঁর সাথে থেকে নির্বাচনের জন্য কাজ করছেন। তিনি দলের দুর্দিনে দলের সাথে ছিলেন। তাই তিনি এবারের নির্বাচনে জয়ী হবেন এমন প্রত্যাশা করেন। অপরদিকে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এসএম রাশেদুল আলম ও আনারস প্রতীক প্রার্থী ইউনুচ গণি চৌধুরীর জন্যও আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের একটি অংশ কাজ করে যাচ্ছেন। চেয়ারম্যান পদের তিনজনই আওয়ামী লীগ নেতা হওয়ায় সাধারনের মধ্যে জল্পনা কল্পনা চলছে, আসলে এবার কে হবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান !
ভাইস চেয়ারম্যান পূরুষ পদে চশমা প্রতীকে মির্জাপুর ইউপির সাবেক চেয়ারম্যান নূরুল আবসার, বৈদ্যুতিক বাল্ব প্রতীকে লড়ছেন এমএ খালেদ চৌধুরী। এর আগেও তারা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন তবে জয়ী হতে পারেননি তখন। এ পদে এবার নতুন মুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তালা প্রতীকের মাস্টার আশোক কুমার নাথ। তিনি আন্তর্জাতিক সংগঠন লায়ন ক্লাবের সাথে থেকে মানুষের কল্যানেও কাজ করে যাচ্ছেন। টিউবওয়েল প্রতীকের প্রার্থী লন্ডন থেকে বার এট ল ডিগ্রী সম্পন্ন করা ব্যারিষ্টার মো.আশরাফ উদ্দীন জীবন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকা- চালিয়ে আসছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হওয়া বিবি ফাতেমা শিল্পী প্রজাপতি প্রতীকে, কলসি প্রতীকে সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, ফুটবল প্রতীক নিয়ে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম, হাঁস প্রতীকে শারমিন ইকবাল এ নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন।
উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার আওতাধীন ১৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ভোটার ৩ লক্ষ, ৫৭ হাজার, ৪ শ ৪৮ জন। এরমধ্যে পূরুষ ভোটার ১ লক্ষ ৮৬ হাজার ৬শ ৪৩ জন মহিলা ভোটার১লক্ষ ৭০ হাজার ৮ শ ৫ জন।