মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপে ২১শে মে মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে উপলক্ষে উপজেলার ভোট গ্রহন কর্মকর্তা প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর রিপন (বিপিএএ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচনী প্রশিক্ষন ইনস্টিটিউটের মহা পরিচালক এসএম আসাদুজ্জামান, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মো.আসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম, মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, লৌহজং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো আবু জাফর রিপন ভোট গ্রহন কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা সকলেই সম্মানিত ব্যাক্তিবর্গ। আপনারা অভিজ্ঞ। ইকোনোমিকস এর ভাষায় একটি শব্দ রয়েছে ‘ট্রেড অফ’ উদাহরণ হিসেবে বলতে চাই আপনি বিকেলে যদি ফুটবল খেলতে যান, তাহলে অন্য যারা সিনেমা দেখবে আপনি সেটা পারবেন না। অর্থাৎ একটি পেতে গেলে আরেকটি ছাড়তে হবে। আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আপনাদের জানমাল, সম্মান আরও বেশি গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আপনারা নির্বাচনকে যদি বেশি গুরুত্ব দেন তাহলে আপনি নিরাপদ থাকবেন। আর আপনি এটাকে গুরুত্ব না দিয়ে অন্য কোন প্রার্থী কে বিশেষ সুবিধা দিতে চাইলে আপনি অনিরাপদ এবং এই কাজটির কারণে আপনি আপনার সম্মান হারাবেন।
উল্লেখ্য, এবার ভোট গ্রহন কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা ৬৫জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৪৬৫জন, পোলিং অফিসার ৯৮৩জন নির্বাচনী প্রশিক্ষণ গ্রহণ করছে।