দ্বিতীয় শ্রেনীতে পড়-য়া নয় বছরের শিশু কন্যাকে ধর্ষণের পর লোহমর্ষক হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার প্রধান অভিযুক্ত আসামি ও তার বাবাকে গ্রেপ্তার করেছে র্যাবের সদস্যরা।
মঙ্গলবার বিকেলে বরিশাল র্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, র্যাব-৮ এর সদর কোম্পানি ও র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের বিশেষ অভিযানিক দল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদপুরের কোতোয়ালি থানার চুনাঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আসামি তাওহীদ হাওলাদার (৩০) ও তার বাবা সুলতান হাওলাদারকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা উজিরপুর পৌর সদরের মাদারশী এলাকার বাসিন্দা। তারা চাঞ্চল্যকর নয় বছরের শিশু তামান্না আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি।
সূত্রমতে, শিশু তামান্না আসামিদের আত্মীয় হওয়ার সুবাদে গত ২ মে সে (তামান্না) উজিরপুর পৌর এলাকার হাসপাতাল রোডে আসামিদের বাড়িতে বেড়াতে যায়। পরেরদিন (৩ মে) বেলা ১১ টার দিকে আসামিদের বসত ঘরে শিশু তামান্নাকে একা পেয়ে আসামি তাওহীদ হাওলাদার শিশুটিকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে অন্যান্য আসামিরা বিষয়টি জানতে পেরে এ ঘটনা অন্য কেউ জানার আগে ওইদিন দুপুরে ভিকটিম শিশু তামান্নাকে শ্বাসরুদ্ধ করে নির্মমভাবে হত্যার পর বসত ঘরের দালানে সিড়িঁর উপর টিনের রুয়ার সাথে লাশ ঝুলিয়ে রাখে।
র্যাবের মিডিয়া সেল সূত্রে আরও জানা গেছে, আসামিরা সু-কৌশলে ধর্ষণ ও পরিকল্পিতভাবে হত্যার ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ভিকটিম আত্মহত্যা করেছে বলে প্রচার করে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। পরবর্তীতে ধর্ষণের পর হত্যা করা ও সহায়তার অপরাধের ভিকটিমের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
সূত্রমতে, মামলাটি গুরুত্বের সাথে আমলে নিয়ে র্যাব-৮ এর সদর কোম্পানি কর্তৃক ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীদ্বয়ের অবস্থান সনাক্ত করে মামলার প্রধান আসামি ও তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেলে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
অপরদিকে এ ঘটনায় সকল আসামিদের গ্রেপ্তারপূর্বক ফাঁসির দাবিতে মঙ্গলবার সকালে নিহত ভিকটিম শিশু তামান্না আক্তারের স্কুলের সহপাঠী, শিক্ষক, অভিভাবক ও বিক্ষুব্ধ এলাকাবাসী বাবুগঞ্জ উপজেলার আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। নিহত শিশু তামান্না আক্তার বাবুগঞ্জের আগরপুর গ্রামের দিনমজুর আমির ফকিরের মেয়ে।