৬ষ্ঠ খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চূড়ান্ত ১৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার রিটার্নিং কর্মকর্তা খুলনার কার্যালয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়ে প্রার্থীরা ভোটের মাঠে জোরেশোরে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তবে ভোটারে মাঝে আলোচনায় হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থীরা। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৮ ও মহিলা ৪ জন সহ মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু (মোটরসাইকেল), যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দমোহন বিশ্বাস (চিংড়ি মাছ), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল (আনারস), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. শেখ আবুল কালাম আজাদ (দোয়াত কলম), সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. স ম বাবর আলীর পুত্র অ্যাড. স ম শিবলী নোমানী রানা (কাপ পিরিচ) ও মোঃ আছাদুল বিশ্বাস (হেলিকপ্টার)। ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে, বর্তমান ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু (তালা), প্রভাষক বজলুর রহমান (টিয়া পাখি), যুবলীগ নেতা সুকুমার চন্দ্র ঢালী (উড়োজাহাজ), স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম (মাইক), ফরহাদ হোসেন ফয়সাল (টিউবওয়েল), এসএম হাবিবুর রহমান (চশমা), মিলন মোহন মন্ডল(আইসক্রিম) ও বাবুল শরীফ (বই)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী (পদ্ম ফুল), শিক্ষক অনিতা রানী মন্ডল (ফুটবল), উপজেলা যুব মহিলা লীগের ময়না বেগম (হাঁস) ও ইয়াসমিন বুশরা (কলস)। বর্তমান চেয়ারম্যান প্রাথীতা প্রত্যাহার করে নেওয়ায় নতুন কেউ চেয়ারম্যান হবে। ভাইস চেয়ারম্যান ও নতুন আসবে বলে ভোটারে সাথে আলাপ করে জানা গেছে। পরিবর্তন করা হবে কেন এমন প্রশ্নে অনেকে বলেন, বিগত পাঁচ বছরে জনসম্প্রিত্ব না থাকা সহ উন্নয়নমূলক কর্মকা- ভূমিকা না থাকার কথা বলেন। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা এলাকায় গণসংযোগ সহ প্রচার প্রচারণা শুরু করেছেন। উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসীল অনুযায়ী আগামী ২৯ মে অত্র উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাহার করার মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। অন্যদিকে মনোনয়ন ফিরে পেতে আইনি লড়াই করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক আবদুল ওয়াহাব বাবলু। মহামান্য হাইকোর্ট নির্দেশে প্রভাষক সম আবদুল ওহাব বাবলু প্রার্থীতা ফিরে পেয়েছেন।