ময়মনসিংহের গফরগাঁওয়ে সার্বজনীন পেনশন স্কিম সস্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও যোগ্যতা অনুসারে পেনশন স্কিমের আওতায় আনার লক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে গফরগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ তৌহিদ ইবনে আলাউদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, সমবায় কর্মকর্তা উৎপল কুমার প্রমুখ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, বর্তমানে দেশে শুধু সরকারী চাকুরীজীবীরাই পেনশনের আওতায় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষ যাতে জীবনের শেষ বয়সে কোন আর্থিক সমস্যায় না ভুগে সুন্দরভাবে নিজের জীবন পরিচালনা করতে পারে এজন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করছেন। এজন্য ৪টি স্কিম চালু রয়েছে। নিজ সুবিধা অনুযায়ী দেশের সকল নাগরিক যে কোন একটি স্কিমে অংশ নিতে পারবে। এ সময় উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।