বাগেরহাটের মোল্লাহাটে গ্রাম আদালত বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গ্রাম আদালতের সুফল বিষয়ক বক্তব্যে গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী মিতা দে বলেন, ৭৫ হাজার টাকার এখতিয়ারে দেওয়ানী ও ফৌজদারি অভিযোগ ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে দায়ের করে সুবিচার পাওয়া যায়। ফৌজদারি মামলার ফিস ১০ টাকা ও দেওয়ানী মামলার ফিস ২০ টাকা, স্বল্প খরচে অল্প সময়ে ন্যায় বিচার পেতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্ব অপরিসীম।