বাগেরহাটের মোল্লাহাটে বাল্যবিয়ে প্রতিরোধের কর্মপরিকল্পনা নিয়ে স্থানীয় প্রশাসন ও ধর্মীয় নেতাদের সহিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এমসিওয়াইসিডিপি'র সহায়তায় মঙ্গলবার সকাল ১০ টায় আটজুড়ী ইউনিয়ন পরিষদে এ সভা করে গ্রাম আদালত।
গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মিতা দে'র তত্ত্বাবধানে ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া, এ ছাড়া উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর মোল্লা, মোঃ পারভেজ মিয়া, মোঃ ওলিয়ার রহমান ও বিধান প্রমূখ। সভায় গ্রাম আদালত বিষয়ক আলোচনা করা হয়।