ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আমজাদ শাহ (৩৭) নামের এক মাদকাসক্ত ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন মা। বাধ্য হয়ে গত সোমবার ছেলেকে পুলিশে দিলেন মা। পর ভ্রাম্যমান আদালতে আমজাদকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামের সাদেক মিয়ার ছেলে আমজাদ গত এক বছরেরও অধিক সময় ধরে মাদকাসক্ত। মাদক সেবন করে মাঝে মধ্যে আমজাদ মানুষের সাথে উচ্ছৃঙ্খল আচরণ করেন। মাদকের টাকা যোগাড় করতে নানা ধরণের অপকর্মে জড়িয়ে পড়েন। আমজাদের অত্যাচার ও নির্যাতনে তিন বছর আগে তার স্ত্রী চলে গেছেন। আজমলকে মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার ও স্বজনরা অনেক চেষ্টা করেছেন। কোন কাজ হয়নি। সম্প্রতি মাদকের টাকার জন্য আমজাদ তার মা বাবার উপর অত্যাচার শুরূ করেছে। সহ্য না করতে পেরে আজমলের মা মনেজা বেগম প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেছেন। এতে আজমল তার মায়ের উপর ক্ষিপ্ত হয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। নিরূপায় হয়ে মা মনেজা বেগম গত সোমবার দুপুরের দিকে স্বজন ও প্রতিবেশীদের সহায়তায় আমজাদকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। বেলা ২টার দিকে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া বুড্ডা গ্রামে যান। সেখানে ঘটনার সত্যতা পেয়ে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে আমজাদকে ১২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে কারাগারে পাঠিয়েছেন। নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আমারা হাতেনাতে মাদক অবস্থায় পেয়েছি। সে নিয়মিত মাদক সেবনের দায়ও স্বীকার করেছে। তার বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি।