জেলা ছাত্রদলের সহসভাপতি এসএম হীরাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ডে।
মঙ্গলবার সকালে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। হামলায় গুরুত্বর আহত ছাত্রদল নেতা এসএম হীরা অভিযোগ করে বলেন, গত ১২ মে দিবাগত রাত সাড়ে ১০টার দিকে আমি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হই। পথিমধ্যে গৌরনদী উপজেলা ছাত্রলীগের সদস্য ইমন ফকির ও ইয়ামিন ফকিরের নেতৃত্বে ৪/৫ জনে অর্তকিতভাবে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আমাকে গুরুত্বর জখম করে।
মঙ্গলবার দুপুরে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে হামলাকারী ইমন ফকির ও ইয়ামিন ফকির ছাত্রলীগের কমিটিতে নেই বলে দাবি করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান দিপ।