টানা ২৭ বছর আত্মগোপনে থাকার পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন খানকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের গিয়াস খানের ছেলে।
মঙ্গলবার সকালে র্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের অক্টোবর মাসে আনোয়ার হোসেন প্রতিবেশী আসমান খানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর থেকেই আনোয়ার হোসেন আত্মগোপনে ছিলেন। পরে ২০০১ সালে ঘটনার সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগ প্রমাণিত হলে আদালতের বিচারক পলাতক অবস্থায় আনোয়ারের বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদ- দিয়েছেন।
আদালতের রায় ঘোষণার ২৩ বছর পার হলেও আসামি বিভিন্নস্থানে কৌশলে আত্মগোপনে ছিলেন। পরে র্যাব-৮ এর সদস্যরা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পটুয়াখালীর প্রত্যন্ত দ্বীপ উপজেলা রাঙাবালীর বড় বাইশদা গ্রামে অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন। মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তরের পর পুলিশ ওইদিন দুপুরে জেলহাজতে প্রেরণ করেছেন।