দিনাজপুরে পার্বতীপুরে আদালতের আদেশের অজুহাত দিয়ে রাজু শাহ নামে এক কৃষকের জমিতে লাগানো কয়েক যুগের পুরনো ৩৮টি মূল্যবান ফলজ ও বনজ গাছ জোর করে কেটে নিয়ে গেছে প্রভাবশালী প্রতিবেশী আবদুর রশিদ শাহ ও তার লোকজন। ঘটনাটি ঘটেছে, পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়ার পলিপাড়া গ্রামে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক রাজু শাহ’র পার্বতীপুর মডেল থানায় দায়ের করা গাছ চুরির অভিযোগ থেকে জানা যায়, গত ৩ মে শুক্রবার সকাল ৮টার দিকে একই গ্রামের ছাতু শাহ’র ছেলে আবদুর রশিদ শাহ ও তার লোকজন রাজু শাহ’র ২৬ শতক জমিতে (তফসীল: মধ্যপাড়া মৌজা, জে.এল নং ১৮০, খতিয়ান নং২৩৭, দাগ নং ১১, রকম ডাঙ্গা) ৩০ থেকে ৪৫ বছর আগে লাগানো সেগুন, কড়াই, মেহগনী, নিম, শিমুল ও আমসহ ৩৮টি গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায়। গাছগুলি বর্তমানে একই ইউনিয়নের উত্তরা গ্রামের জনৈক কাঠ ব্যবসায়ী মতি’র স’মিলে বিক্রির জন্য মজুদ রাখা হয়েছে বলে রাজু শাহ’র ভাইপো মাসুদ শাহ জানিয়েছেন। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
উল্লেখ্য, ১৯৫৩ সালে পাচু শাহ তফসীলে বর্ণিত আলোচিত জমি রেজিষ্ট্রি দলিল মূলে রাজু শাহ’র বাবা আবদুল গাফফার শাহ’র নিকট বিক্রি করেন। সেই থেকে বিগত ৬৪ বছর ধরে আবদুল গাফফার শাহ ও তার পরিবারের সদস্যরা জমিটি ভোগ-দখল করে আসছেন। এরি মধ্যে ২০১৭ সালে ৭ জানুয়ারী আবদুর রশিদ শাহ জমিটি তার বলে দাবী করলে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এতে ক্ষুদ্ধ কৃষক মো: রাজু শাহ ২০১৭ সালে ২৩ ফেব্রুয়ারী আবদুর রশিদ শাহ ও জেলা প্রশাসক দিনাজপুরকে বিবাদী করে দিনাজপুরের বিজ্ঞ সহকারী জজ (পার্বতীপুর) আদালতে মামলা দায়ের করেন। তবে, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারী মামলার ধায্য তারিখে বাদী রাজু শাহ কিংবা তার কোন আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় বিজ্ঞ আদালত মামলাটি খারিজ বলে আদেশ দেন। পরে, খারিজ আদেশের দিনই বাদী মামলাটি পুর্নবহালের জন্য আদালতে আবেদন জানালে ৯ মে শুনানি শেষে বিজ্ঞ আদালত মামলা পুর্নবহালের আবেদন মঞ্জুর করেন। তা সত্বেও পূর্বের খারিজ আদেশকে আদালতের রায় বলে প্রচার করে যে কোন মূল্যে বিবাদী আবদুল রশিদ শাহ আলোচিত জমি ও স্থাবর-অস্থাবর সম্পত্তি জবর-দখলের চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন মামলার বাদী রাজু শাহ’র ভাতিজা মাসুদ শাহ।