পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে ১৪ মে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’’ এই প্রতিপাদকে সামনে রেখে মা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা অধিদপ্তরের পিরোজপুর জেলার উপ-পরিচালক ও কাউখালী উপজেলার অতিরিক্ত মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী সরকারি এসবি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম গিয়াস উদ্দিন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য আক্তারুন নেহার, নারী নেত্রী সুজাতা রানী কুন্ড প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, প্রশিক্ষক দিলরুবা পারভীন। আলোচনা শেষে মাকে নিয়ে কিশোর কিশোরী ক্লাবের ক্ষুদে সদস্য রূপকথা সংগীত পরিবেশন করেন।