বাগেরহাটে চিতলমারী উপজেলা কচুরিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মোটর সাইকেল প্রতীক আশোক কুমার বড়ালের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩মে) বিকাল ৫টায় সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রসুল মাঝির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহন আলী বিশ্বাস, উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখ আতিয়ার রহমান, সাবেক ইউ’পি চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মন্ডল, সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ শিকদার, ইউনিয়ন আওয়ামী সহ-সভাপতি মল্লিক রেজাউল করিম প্রমুখ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি বাদশাহ মিয়া, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাহেব আলী ফরাজী, উপজেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি প্রমুখ। সভাটি পরিচালনা করেন সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শিক্ষক হেদায়েত আলী দুলাল। বক্তাগন বলেন, মোটর সাইকেল প্রতীক অশোক কুমার বড়ালের প্রতীক নয় এটা এমপি শেখ হেলাল উদ্দীনের প্রতীক। আপনারা সবাই মোটর সাইকেল প্রতীকে ভোট দিবেন।