নীলফামারী ডিমলায় মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের সরদারহাট গ্রামের মৃত মতিউর রহমানের পুত্র ওবায়দুল ইসলামের বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে আগুনের লেলিহান শিখা মূহূর্তেই আশপাশের বসতবাড়ীতে ছড়িয়ে পড়ে ১০টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ডিমলা ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ মোজাম্মেল হক ও লিডার নুর মোহাম্মদ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে পুড়ে ছাই হয়ে যায়। তারা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কারণে আগুনের সূত্রপাত ঘটেছে।