ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানে পাগলা থানার আট নম্বর বিটের আয়োজনে বিট পুলিশিংয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার টাঙ্গাব ইউনিয়নের ডাকবাংলা মোড়ে আট নম্বর বিট অফিসার এসআই মাসুদ এর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার। তিনি বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী নির্যাতন ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ এবং বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। অভিভাবকদের এ ব্যাপারে বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি উঠতি বয়সী ছেলে মেয়েদের গতিবিধি সম্পর্কে সবার্বক্ষণিক খোঁজখবর রাখার অনুরোধ করেন এবং মোবাইলের অপব্যবহার ও ৯৯৯ সেবার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ওই উঠান বৈঠকে আসন্ন ঈদুল আযহায় গরু চুরি/ অটো সহ বিভিন্ন চুরি ছিনতাই রোধে এলাকাভিত্তিক বাড়িঘর, রাস্তা পাহারা দেওয়া সহ আসন্ন উপজেলা নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে বলা হয়। ওই উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি বিট অফিসার এএসআই সাইকুল ইসলাম মায়া, ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর, ইউপি সদস্য, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ ইউনিয়নটি গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত।