চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকি গ্রামে ভেকু দিয়ে টপসয়েল কেটে কৃষিজমি ধ্বংস করে মাছের ঘের বানানোর হচ্ছিল। ১৩ মে দুপুরে এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মাটি কাঁটার সাথে জড়িত থাকার অপরাধে ঘুঘরচাপ গ্রামের মোঃ ইকবাল হোসেন (৪০) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১ (এক) লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও দোয়াভাঙ্গা এলাকার বিসমিল্লাহ হোটেলে খুবই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং হোটেল ও রেস্তোরা লাইসেন্স না থাকার অপরাধে হোটেলের স্বত্বাধিকারী মোঃ এহতেশামুল (৫৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।