চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা পরিষদ নির্বাচনের গত ১৩ মে প্রতীক বরাদ্ধের দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী আবু আহমদ চৌধুরী (জুনু)র বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর জন্য নোটিশ পাঠানো হয়েছে। জানাযায় উক্তদিন বেলা প্রায় দেড়টার সময় জেলা রিটানিং অফিস কার্যালয়ে প্রতীক বরাদ্ধের পর পর তিনি প্রতিদ্বন্ধী প্রার্থী আলহাজ¦ জসিম উদ্দিন আহমেদের প্রতিনিধিকে লাশ ফেলে দেব ও নির্বাচনের সময় দেখে নেব বলে হুমকি দেন। প্রতিদ্বন্ধী প্রার্থী আলহাজ¦ জসিম উদ্দিন আহমদের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন আচরণবিধি ২০১৬এর বিধি-১৮মতে সুস্পষ্ট লঙ্ঘন মর্মে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মো: শহিদুল ইসলাম প্রামাণিক স্বাক্ষরিত পত্রে প্রাপ্তির ২৪ঘন্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।