শৈলকুপার নাগিরহাট গ্রামের জামাল শেখের ছেলে লাকু শেখ নামের এক গাঁজা চাষি কে মঙ্গলবার দিবাগত রাতে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে শৈলকুপা থানার এসআই মনির হাজরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নাগিরাট গ্রামে বাড়ির মধ্যে পাট কাটির বেড়া দিয়ে ঘিরে লাকু শেখ নামের এক ব্যক্তি তার মধ্যে গাঁজা গাছের চাষ করছে। অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে চারটি বড় গাঁজার গাছসহ গাঁজা চাষি লাকু শেখ নামের একজনকে আটক করা হয়। তিনি দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করতো। তাকে মাদকের মামলা দিয়ে কোটে সোপর্দ করা হয়েছে।