ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতাকারী শামীমা আক্তার লাইভে এসে পরাজয়ের দু:খে কাঁদলেন। তারঁ পরাজয়ের জন্য সরাসরি দায়ি করলেন চুন্টা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মো. হাবিবুর রহমান ও বর্তমান চেয়ারম্যান মো. হুমায়ুন কবিরকে। দুই চেয়ারম্যানের বিরূদ্ধে প্রতারণার অভিযোগও করেছেন শামীমা। ষড়যন্ত্রকারীদের বিচারের প্রার্থী হলেন সরাইলের জনগণ ও আল্লাহর কাছে।
সূত্র জানায়, প্রথম ধাপে গত ৮ ই মে অনুষ্ঠিত হয়ে গেল সরাইল উপজেলা পরিষদের নির্বাচন। ওই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রজাপতি প্রতীকে নির্বাচন করে ২১ হাজার ৭৪৬ ভোট ৪ জন প্রার্থীর মধ্যে তৃতীয় হয়েছেন শামীমা আক্তার। নির্বাচনের শুরূতেই দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করায় ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শামীমাকে বরখাস্ত করেন কেন্দ্রীয় বিএনপি। একই পদে শামীমা এর আগে আরো তিনবার নির্বাচন করে পরাজিত হয়েছেন। ওঁর নিজের ও স্বামীর বাড়ি চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে। শামীমার মতে একাধিকবারের পরাজিত প্রার্থী হওয়ায় এবার তাঁর প্রতি সাধারণ মানুষের আবেগ তৈরী হয়েছিল। ভোটের জন্য গেলে মানুষ গ্রহন করেছেন। আগ্রহও দেখিয়েছেন। কিন্তু নিজের ইউনিয়নের দুই চেয়ারম্যানের জন্য জন্ম স্থানেই তাঁর ভরাডুবি হয়েছে। সম্প্রতি লাইভে এসে শামীমার দেওয়া বক্তব্য ভাইরাল হয়েছে।
নিজের ফেসবুক ভেরিফাইড আইডি থেকে লাইভে এসে কান্নাজড়িত কন্ঠে শামীমা বলেন, চুন্টা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মো. হাবিবুর ও বর্তমান চেয়ারম্যান মো. হুমায়ূন কবির গোত্র গ্রাম ইউনিয়নের অনুমতি দিয়েছেন। এরপরও আপনারা পরিকল্পিত ভাবে আমাকে নিজ ইউনিয়নের ৭ টি ওয়ার্ডে ফেইল করিয়েছেন। আপনারা চুন্টার ভোটারদের কেন বললেন আমি বসে গিয়েছি? দুই চেয়ারম্যান পাশে থেকে ফেইল করিয়ে আমার লাইফটা শেষ করে দিলেন। কি অপরাধ ছিল আমার? দীর্ঘ ১০টি বছর আমি অনেক কষ্ট করেছি। সমগ্র উপজেলার মানুষ আমাকে ভালবেসে ভোট দিয়েছেন। আমি তাদের কাছে ঋণী ও কৃতজ্ঞ। আপনারা দুই চেয়ারম্যান আমার যে ক্ষতি ও প্রতারণা করেছেন। তা সারা জীবন আমার মনে থাকবে। আপনাদের বিচার সরাইলের সাধারণ জনগন ও উপর ওয়ালার কাছে দিলাম। উপর ওয়ালা আপনাদের বিচার করবেন। এ বিষয়ে শেখ মো. হাবিবুর রহমান বলেন, বংশের সভায় আমাকে অনুরোধ করে নিয়েছিলেন। সেখানে তিনি অতীত ভুলক্রটির জন্য ক্ষমা চেয়েছেন। আমি বলেছি, আমি আওয়ামী লীগ করি। তুমি বিএনপি কর। আমি তোমার নির্বাচন করতে পারব না। তবে তোমার উপকার করতে সাধ্যমত চেষ্টা করব। এখন অযথা আবুল তাবুল বলছে। এই গুলো সঠিক নয়। বর্তমান চেয়ারম্যান মো. হুমায়ূন কবির বলেন, রসুলপুরের দুই ওয়ার্ডে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন। গত ইউপি নির্বাচনে তিনি সমগ্র ইউনিয়নে মাত্র ১১৫ ভোট পেয়েছেন। যার যতটুকু কামাই, ততটুকুই পাবে। আমরা এলাকাবাসী ওঁর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। ওঁর অভিযোগ গুলো সঠিক নয়। আবেগতাড়িত হয়ে কথা গুলো বলছেন। নির্বাচনে জয় পরাজয় থাকবেই। সেটা মেনে নেয়া উচিত।