পেশাগত দক্ষতা ও শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতি হিসাবে গাজীপুরের কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর মিয়া জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
গত সোমবার গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের মাসিক প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা স্মারক তুলে দেন জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, বিপিএম (বার)৷
সভায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ পুরস্কার দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন থানার অফিসার বৃন্দ।
অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এবার দায়িত্ব আরো বেড়ে গেলো, আমি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে যাবো।
তাছাড়া থানার এস আই নাজনীন আক্তার অপরাধ দমন, মাদক উদ্ধারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন।