যশোরের ঝিকরগাছার কীর্তিপুর গ্রামের মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুনকে (২৫) কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১ জন আটক হয়েছে। মনিরামপুর থানায় দায়েরকৃত মামলার অপর ২ আসামি পলাতক রয়েছে। ঘটনাটি রোববার রাতে সংঘটিত হয়েছে।
সোমবার রাতে মনিরামপুর থানা সূত্রে জানা গেছে ,পূর্ব শত্রুতার জের হিসেবে ঝিকরগাছার কৃত্তিপুর গ্রামের জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুন (২৫) কে কুপিয়ে জখম করেছে ৩ দুর্বৃত্ত। এরা হলো - ঝিকরগাছার কীর্তিপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে রবিউল ইসলাম (৩২), সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রেজওয়ান আলীর ছেলে আলম হোসেন (২২) একই গ্রামের সরোয়ার হোসেনের ছেলে ইমন হোসেন (২২)। এদের মধ্যে আসামি রবিউল ইসলামকে পুলিশ আটক করেছে। এলাকাবাসী জানিয়েছেন,রোববার রাত অনুমান ১০ টার দিকে মস্মিমনগর ইউনিয়নের জামতলা মোড়ে ইমাম আব্দুল্লাহ আল মামুনকে দাওয়াত করে নিয়ে যায়। এরপর সেখানে তারা ছুরিকাঘাত করে রক্ত জখম করে। তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ইমাম আব্দুল্লাহ আল মামুন ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের ইউসুফপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে।
সোমবার রাতে মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, ইমাম যখন এর ঘটনায় মনিরামপুর থানায় মামলা হয়েছে এবং ১জন কে আটক করা হয়েছে।অপর দুই আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।