বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকালজেলা পরিষদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর। র্যালিটি জেলা পরিষদ কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে জেলা পরিষদ কমিউনিটি সেন্টার হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এডঃ হোসনে আরা ডালিয়া লুৎফা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ছাফিয়া খানম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের সাধারণ সম্পাদক রওশানুল কাওছার সংগ্রাম সহ ইউনিটের আজীবন সদস্য ও যুব সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।