গাজীপুরের কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা ও কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মো. ইব্রাহিম খন্দকার এর চিকিৎসার খোঁজ খবর নেন বাংলাদেশ আওয়ামী লেিগর সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আখতারউজ্জামান। সাংবাদিক মো. ইব্রাহিম খন্দকার রাজধানীর জাতীয় হৃদরোগ হাসপাতালের ওয়ার্ড নং ১০ ও সিট নং ৪৫ এ সহকারী অধ্যাপক মো. জুলফিকার আলী এর তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলার সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি। সাংবাদিক মো. ইব্রাহিম খন্দকার গুরুতর অসুস্থ হয়ে জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগমুক্তি কামনায় কালীগঞ্জবাসী সহ দেশ ও দেশের বাহিরে থাকা সকল শ্রেণী পেশার মানুষের নিকট দোয়া কামনা করেছেন তাঁর পরিবার।
পারিবারিক সুত্রে জানা যায়, মো. ইব্রাহিম খন্দকার দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত হয়ে দেশ বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন। বেশ কিছু দিন পর শুক্রবার হঠাৎ করে তিনি বেশি অসুস্থ হয়ে পরেন। পরে জরুরী ভিত্তিতে রাজধানীর জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়।
মো. ইব্রাহিম খন্দকার ১৯৯৫ সাল থেকে সাংবাদিকতার পাশাপাশি স্থানীয় আওয়ামী রাজনীতির সাথে জড়িত। সাংবাদিকতা ও রাজনীতির সাথে জড়িত থাকার কারণে উপজেলা ব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এলাকায় সামাজিক উন্নয়ন ও জন কল্যাণ মূলক বিভিন্ন কর্মকা-ে তার অবদান বিরল। সদা পরোপকারী ও বড় মনের মানুষ। তিনি স্থাণীয় মুনুশুরপুর বাইতুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি। মো. ইব্রাহিম খন্দকার একজন সৎ, ধার্মিক, পরিচ্ছন্ন রাজনীতিবীদ ও প্রবীণ সাংবাদিক এবং একজন দক্ষ সংগঠক। তিনি কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে ও অত্যন্ত সাধা মাটা জীবন কাটিয়ে বড়দের সম্মানের সহিত সকলের মতামত নিয়ে সাংগঠনিক ও সামাজিক কাজ করে থাকেন। তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করেছেন।
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আখতারউজ্জামান, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, গাজীপুর জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেনজির আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কালীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফসার হোসেন, যুবলীগ নেতা এস এম ইকবাল হোসেন, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান আল আবেদী, কালীগঞ্জ রিপোর্র্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ প্রেস ক্লাব উপজেলা সভাপতি মো. আলমগীর হোসেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ সহ অসংখ্য নেতা কর্মীরা সাংবাদিক মো. ইব্রাহিম খন্দকার এর চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় তারা সাংবাদিক মো. ইব্রাহিম খন্দকার এর রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।