মুন্সীগঞ্জের গজারিয়ায় হাতেনাতে তিন মহিলা ছিনতাইকারীকে আটক করে পুলিশের সোপর্দ করেছে জনতা।
আটকৃতরা হলো, ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা শিপু বেগম (৩৮), গজারিয়া উপজেলার দড়ি বাউশিয়া এলাকার বাসিন্দা রাবেয়া আক্তার (২২), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা ময়না বেগম (৪০)।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, সোমবার (১৩ মে) সকাল সাড়ে দশটার দিকে গজারিয়া উপজেলা সড়কের গজারিয়া উপজেলা কমপ্লেক্সের সামনে ব্যাটারি চালিত অটোরিকশায় হাওয়া বেগম নামে এক যাত্রীর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় হাওয়া বেগম টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন তাদের হাতেনাতে আটক করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান বলেন, আটকৃতরা সবাই মূলত ভাসমান তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকা-ের সাথে জড়িত। জনতা ছিনতাই করা অবস্থায় আজ তাদের হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।