নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়া প্রোগ্রাম (এপি) এর আয়োজনে ওয়ার্ল্ড ভিশনের আইডিভুক্ত শিশুদের জন্মদিন উপলক্ষে উপহার বিতরণ করা হয়। ১৩ মে সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটার মাধ্যমে শুভ জন্মদিনের উদ্বোধন এবং শিশুদের উদ্দেশ্যে জন্মদিনের আলোচনা শেষে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। শিশুদের জন্মদিন ও উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি'র ভারপ্রাপ্ত ম্যানেজার ডেনিস তপ্ন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক, সিনিয়র প্রোগ্রাম অফিসার মুকুল বৈরাগী, নাথন চৌকিদার, ডেভিড সাংমা,জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজিলন মিতু কোড়াইয়া, শারমিন আক্তার সুরভী, স্পনসরশীপ এ- সিপি প্রদীপ হাসদা প্রমূখ।