উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৩ মে) দুপুরে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদেরকে প্রতীক দেওয়া হয়। চেয়ারম্যান পদে হারুন অর রশিদ হারুন (ঘোড়া) ডাঃ কামরুজ্জামান (আনারস) প্রতীক, আনোয়ার হোসেন বাদশা (মোটরসাইকেল), মফিজ উদ্দিন মন্ডল (কাপ পিরিজ) ও সেলিমা বেগম সালমা (চিংড়ি মাছ) প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মোঃ আঃ কদ্দুস (চশমা), মোঃ কামরুজ্জামান (তালা), কবির হোসেন (উড়োজাহাজ), কামরুজ্জামান পারভেজ (টিয়া পাখি), সাইদুল ইসলাম (টিউবওয়েল) ও রফিকুল ইসলাম রাকিব (মাইক) প্রতীক পেয়েছেন। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সঙ্গীতা রানী (কলস), আসমা খাতুন (প্রজাপতি), পারভীন সুলতানা (হাঁস), নাসিমা আকন্দ (ফুটবল) ও রুপা আক্তার (পাখা) প্রতীক পেয়েছেন। এর আগে প্রতীক বরাদ্দ উপলক্ষে সংক্ষিপ্ত সভায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা নির্বাচন রফিকুল ইসলাম, রিটার্নিং কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম উপস্থিত ছিলেন। এদিকে প্রতীক পাওয়ার পরপরই মাইকিং, পোষ্টার সাটানো ও মোটর সাইকেল শো- ডাউনের মাধ্যমে অনেক প্রার্থী প্রচারণা শুরু করেছেন। উল্লেখ্য আগামী ২৯ মে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।