নওগাঁর মহাদেবপুরে শিক্ষার্থীদের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে পাঠ্যাভ্যাস গড়ে তোলার লক্ষে উপজেলা সরকারি কেন্দ্রীয় পাঠাগারের গ্রন্থাগারিক সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাবলুর নেতৃত্বে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার (১৩ মে) সকালে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের প্রত্যন্তপল্লী রামরায়পুর ইসলামীয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য ‘প্রযুক্তির খারাপ দিক ছাড়, বই পড়ার অভ্যাস গড়’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন মাদ্রাসার শিক্ষাসফরে অংশ নেয়া শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে এই প্রতিযোগিতায় অংশ নেন।
দুপুরে সেখানে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ১৪ শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন। অ্যাকাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম ও মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজদাুল ইসলাম আজাদ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নেফাউর রহমান এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের উদ্যোক্তা সাংবাদিক লিয়াকত আলী বাবলুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আখতারুজ্জামান, শিক্ষক এনামুল হক, শিক্ষার্থী ফজলে রাব্বি প্রমুখ। বক্তারা সময়োপযোগী একটি প্রতিযোগিতার আয়োজনের জন্য উদ্যোক্তাকে সাধুবাদ জানিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মধ্যে এন্ড্রয়েড মোবাইলফোন ব্যবহারের প্রবণতা বেড়েছে। এধরণের আসক্তি থেকে এবার ছেলেদের এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে। ইন্টারনেটের আসক্তিকে পাঠ্যাভ্যাসে পরিণত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই এধরণের আয়োজন করা প্রয়োজন বলেও তারা মন্তব্য করেন।