মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ গ্রামে রোববার মধ্যরাতে এক প্রবাসী এবং ডাসার উপজেলার খাতিয়াল গ্রামের ভাঙ্গাব্রীজ বাসস্ট্যান্ড সংলগ্ন ডাক বিভাগের এক সরকারী কর্মকর্তার বাড়িতে র্দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এওজ গ্রামের প্রবাসী হাবিব জমাদারের বাড়িতে রাত আড়াইটা থেকে তিনটার দিকে একদল ডাকাত দোতলার জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। এই সময় ঘরের সবাইকে বেঁধে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক হাবিব জমিদার জানান, ডাকাতরা ঘরের সবাইকে বেঁধে জিম্মি করে ৩০ ভরি স্বর্ণ, নগদ তিন লক্ষ টাকা, মোবাইল, ল্যাপটপ নিয়ে গেছে। অপরদিকে, ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের ভাঙ্গাব্রীজ এলাকার এক ডাক বিভাগের সরকারী কর্মকর্তার বাড়িতে রোববার (১২ মে) মধ্যেরাতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাক বিভাগের কর্মকর্তা জালাল উদ্দিন বেপারীর স্ত্রী সাবিনা ইয়াসমিন ইভাকে জিম্মি করে নগদ ৪ লাখ ৫০ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাত দল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে সরকারী কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন এর বাড়িতে রাত্র ১ টার দিকে একদল ডাকাত বিল্ডিং এর জানালা ভেঙ্গে প্রবেশ করে। এ সময় সাবিনা ইয়াসমিন ইভা একাই ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় ডাকাত দল ঘরে প্রবেশ করে সাবিনা ইয়াসমিন ইভাকে বেঁধে জিম্মি করে ঘরে থাকা ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪ লক্ষ ৫০ হাজার টাকা, একটি ল্যাপটপ, একটি মোবাইল সহ ও অন্যান্য মালামাল নিয়ে যায়। এ বিষয়ে সরকারী কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন এর স্ত্রী সাবিনা ইয়াসমিন ইভা বলেন, নিচতলার গ্রিল কেটে বাসায় ডুকে দ্বিতীয় তলার প্রতিটি রুমের দরজা ভেঙ্গে প্রবেশ করে ডাকাত দল। এতে প্রায় ঘণ্টাব্যাপী তা-ব ও ডাকাতি করে তারা। সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।’ মাদারীপুর জেলার পুলিশসুপার মোঃ মাসুদ আলম সাংবাদিকদের বলেন, পৃথক দুটি ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।