লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় বাচ্চা মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) দুপুরের দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চা মিয়ার পরিবারের লোকজন জানায়, বেলা ১২টার দিকে বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন তিনি। পরে বাড়ির প্রায় সামনে গেলে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী একটি ট্রাক তাঁকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পএে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যায় কালীগঞ্জ থানা পুলিশ। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। ভোটমারী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নিহত বাচ্চা মিয়া একজন দিনমজুর ছিলেন।