এ বছর এসএসসি পরীক্ষায় যশোরের ঝিকরগাছা উপজেলার মধ্যে বাণিজ্য বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা হয়েছে লাবনী আক্তার জুথি। সে সেই ইটভাটা কর্মচারী শামীম আহমেদের (৪৬) জ্যেষ্ঠ কন্যা। যশোরের ঝিকরগাছা উপজেলার বদর উদ্দীন মুসলিম (বি এম) হাই স্কুল থেকে পরীক্ষা দিয়েছে লাবনী আক্তার জুথি। সে ঝিকরগাছা উপজেলার মধ্যে বাণিজ্য বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছে। সে ১০৩৯ নম্বর পেয়ে মেধা তালিকায় গোল্ডেন জিপিএ ৫ স্থান দখল করেছে। তার বাবা শামীম আহমেদের পৈতৃক ৫ কাঠা ভিটেমাটি ছাড়া আর কিছুই নেই। নিজ বাড়ি বেনেয়ালি বাজারের পাশের একটি ইটের ভাটায় দীর্ঘ ২৫ বছর ধরে কর্মচারী হিসেবে কাজ করেন। দরিদ্র পিতা ২ কন্যাসন্তান এবং স্ত্রীকে নিয়ে দারিদ্রতার মধ্যে দিনাতিপাত করেন। লাবনী আক্তার যুথি বলেছে, স্কুলের প্রধান শিক্ষক আবদুস সামাদ স্যার সহ সকল শিক্ষক এবং আমার বাবা মায়ের সহযোগিতা ছিল। আমার প্রচেষ্টা আজকের এই ফলাফল। আমি ভবিষ্যতে উচ্চতর শিক্ষা অর্জন করে মানবিক মানুষ হতে চাই। যশোর জেলার মধ্যে ঝিকরগাছা বদর উদ্দীন মুসলিম (বিএম) হাই স্কুল তৃতীয় স্থানে রয়েছে।