নাসিরনগরে ৪৪ বছর বয়সে মা নুরুন্নাহার ও মেয়ে নাসরিন আক্তার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মা ও মেয়ে এক সাথে এসএসসি পাশ করেছেন। মা ও মেয়ের একসঙ্গে এসএসসি পাশ করার ঘটনায় নুরুন্নাহারের পরিবারে বইছে আনন্দের বন্যা। স্বজনরা অভিনন্দন জানাতে ছুটে আসছেন তাঁর বাড়িতে। রোববার প্রকাশিত ফলাফলে কারিগর শিক্ষা বোর্ডের অধীনে মা নুরুন্নাহার জিপিএ-৪.৫৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন এবং চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে মেয়ে নাসরিন আক্তার ২.৬৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
ইচ্ছা থাকলে উপায় হয়। তেমনি এক ইচ্ছে পূরণ করেছেন নারী ইউপি সদস্য নুরুন্নাহার। অনেক বাধা পেরিয়ে তিনি এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৫৪ পেয়ে এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি এখন ভাইরাল। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষে চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কারিগরি শাখায় নবম শ্রেণিতে ভর্তি হন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় ৪ দশমিক ৫৪ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়ে তাক লাগিয়ে দিয়েছেন।
যখন সবাই সন্তান, সংসার নিয়ে ব্যস্ত তখন এই ৪৪ বছর বয়সে তিনি কেন পড়ালেখা শুরু করলেন। এ বিষয়ে জানতে চাইলে নুরুন্নাহার জানান, অষ্টম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়ে যায়। শ্বশুর বাড়ির লোক জন ছিলেন রক্ষণশীল। এ অবস্থায় পড়াশুনা চালিয়ে যেতে পারিনি। দুইবার সংরক্ষিত আসনের ইউপি সদস্য নির্বাচিত হই। সবার অনুমতি নিয়ে আবার পড়াশুনা করি। কেননা, লেখাপড়ার কোনো বিকল্প নেই। আজ আমার আশা পূরণ হয়েছে। তবে পড়ালেখা করে এই ৪৪ বছর বয়সে এসে চাকরি করার ইচ্ছে নেই নুরুন্নাহারের। তবে এইচএসসিতে ভর্তি হবেন এবং পড়াশুনা চালিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন।
নুরুন্নাহার বেগম চাতলপাড় ইউনিয়নের সংরক্ষিত নারী আসন-১.২.৩ ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সদস্য। তিনি ২ সন্তানের জননী। ছেলে তেজগাঁও কলেজে পড়াশুনা করছে এবং মেয়ে নাসরিন এবার মায়ের সাথে এসএসসি পাস করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মেয়ের পাসের খবর ভাইরাল না হলেও তার ছবি এখন ভাইরাল। তিনি এখন এলাকায় আলোচনার মূলকেন্দ্র। চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার বিশ্বাস বলেন, ইউপি সদস্য নুরুন্নাহারকে সবার অনুসরণ করা উচিত। শিক্ষার কোনো বয়স নেই। নুরুন্নাহার তার দৃষ্টান্ত। আমি তার কর্মময় জীবনের সফলতা কামনা করছি।