কাস্টমস্ আইন ২০২৩ বাস্তবায়নকল্পে দিনাজপুরের হিলি স্থলবন্দরের কাস্টমস্ কর্মকর্তা, সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারকদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় হিলি স্থলবন্দরের শুল্ক স্টেশনের আয়োজনে পানামা হিলি পোর্ট লিংক লি: এর হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কাস্টমস্ এর অতিরিক্ত কমিশনার মোঃ জিয়াউর রহমান খান।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন, হিলি কাস্টমসের উপকমিশনার বায়জিদ হোসেন, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মোঃ হারুন উর রশিদ হারুন, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সিএন্ডএফ এজেন্ট এর সহ-সভাপতি মোঃ আবদুল আজিজ, সহ সভাপতি মোঃ মুশফিকুর রহমানসহ স্থলবন্দরের কাস্টমস্ কর্মকর্তা, সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারকরা উপস্থিত ছিলেন।