পাবনার চাটমোহর উপজেলায় ২০২৩-২০২৪ অর্থবছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) শীর্ষক প্রকল্পের কাজে চলছে ব্যাপক অনিয়ম। অর্ধেকেরও কম শ্রমিক দিয়ে কাজ করে সরকারি অর্থ লুটপাটের করা হচ্ছে। ২য় পর্যায়ের প্রকল্পের এই কাজে চলছে শুভংকরের ফাঁকি। ইউপি চেয়ারম্যান-সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এই অনিয়মের সাথে জড়িত বলে অভিযোগ। উপজেলার হরিপুর, মথুরাপুর ও মুলগ্রাম ইউনিয়নের বাস্তবায়নকৃত ৪টি প্রকল্প পরিদর্শনে এই অনিয়মের চিত্র মিলেছে। একই অবস্থা অন্যান্য প্রকল্পেও।
উপজেলার হরিপুর ইউনিয়নে ৫টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসকল প্রকল্পে প্রতিদিন ১৪৬জন শ্রমিক কাজ করার কথা। কিন্তু এর কোন বাস্তবতা নেই। অর্ধেক শ্রমিকও কাজ করছে না। বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১৯ লাখ ২৭ হাজার ২০০ টাকা। যার সিংহভাগ অতীতের মতোই যাবে সংশ্লিষ্টদের পকেটে।
মথুরাপুর ইউনিয়নে ২টি প্রকল্পে ৭৪ জন শ্রমিক প্রতিদিন কাজ করার কথা। কিন্তু কাজ করছে ৫০ জনের মতো। এই দুটি প্রকল্পে বরাদ্দ ৯ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা।
মূলগ্রাম ইউনিয়নের ৫টি প্রকল্পে বরাদ্দ ১৯ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা। প্রতিদিন ১৪৮ জন শ্রমিক কাজ করার কথা। কিন্তু অর্ধেক শ্রমিকও খুঁজে পাওয়া যায়নি। এ দুইটি ইউনিয়নে যে সকল শ্রমিকের নাম তালিকোয় আছে, তাদের অর্ধেকও কাজ করেন না। ইউপি চেয়ারম্যান-মেম্বারের সাথে ভাগাভাগি করে সরকারি অর্থ পকেটে ভরছেন তারা। এই সকল প্রকল্প বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট বিভাগের কোন তদারকি নেই।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম এহসান বললেন, এটা অনেকটাই রিলিফের মতো। যা কাজ হচ্ছে তাই যথেষ্ট। রিলিফ না দিয়ে সরকার কিছু কাজ করাচ্ছে শ্রমিক দিয়ে। চেয়ারম্যানরা কি রিলিফ নিতে পারেন-এ প্রশ্নের কোন জবাব মেলেনি। তিনি বলেন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আমিরুল ইসলাম বললেন, চেয়ারম্যানকে বলেন। একপর্যায়ে বলেন, যা পারেন লেখেন। আমাদের কোন সমস্যা নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম বললেন, এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলেন।