বিরল উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্য এবং সদস্যা বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
সোমবার বিরল উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের কার্যালয়ে বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মর্জিনা বেগম, জেলা প্রতিনিধি ও চিরিরবন্দর উপজেলা প্রশিক্ষক আবদুর রাজ্জাক, কাহারোল উপজেলা প্রশিক্ষক কুদরত ই খুদা, বিরল উপজেলা প্রশিক্ষক সোহেল রানা, উপজেলা প্রশিক্ষিকা শ্যামলী রাণী রায়, মনিটরিং সদস্য আল আমিন, ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীগণ।
বাছাই কার্যক্রমে ১১৮৫ জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা এবং ২০ জন স্ট্রাইকিং ফোর্সসহ মোট ১২০৫ জন সদস্য ও সদস্যাকে দায়িত্ব পালনের জন্য মনোনীত করা হয়। উল্লেখ্য, আগামী ২১ মে ২০২৪ বিরল উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।