আদিবাসীদের সংবাদ প্রকাশের লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধিগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে ২০২৪ সোমবার সকালে বিরল পৌরশহরস্থ ইএসডিও প্রেমদীপ প্রকল্প অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্দেশ্যঃ (১) আদিবাসী কমিউনিটিগুলোর বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে দলিত আদিবাসীদের অনুকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া প্রতিনিধিগনকে সংবেদনশীল করা। (২) আদিবাসী কমিউনিটিগুলোর ইতিবাচক ইস্যু প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে প্রকাশ করা। (৩) আদিবাসী কমিউনিটি গুলোতে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন সভা সেমিনারে প্রতিবেদন আকারে উপস্থাপন করা।
সভায় প্রকল্পের অর্জন সমূহের মধ্যে-১) বিরল উপজেলার টেকনিক্যাল এ- ভোকেশনাল ট্রেনিং এর আওতায় স্থানীয়ভাবে মোট ১০ স্থানীয় ভাবে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন সমাপ্ত করেছে। এর মধ্যে ৩ জন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী করছে ও ৭ জন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছে। এছাড়াও গত মাসে ২ জন প্রশিক্ষণ শুরু করেছে। ২) বিরল উপজেলার ৪ টি ভিডিসি তাদের নিজস্ব উদ্যোগে সঞ্চয় কার্যক্রম পরিচালনা করছে। ৪ টি দলের ৮৭ জন সদস্য ৮৫০০০ টাকা সঞ্চয় করেছে যা আপদকালীন তহবিল হিসেবে ব্যবহার করছে। ৩) বিরল উপজেলার প্রেমদীপ প্রকল্পের কর্মএলাকার ২ টি শিক্ষা সহযোগী কেন্দ্র চালু করা হয়েছে যেখানে মোট ২৪ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। ৪) চলতি বছরে রাণীপুকুর ইউনিয়নের ৩ টি গ্রামের ৪ জন ঝরেপড়া শিক্ষার্থীকে স্কুলে ভর্তি করা হয়েছে (মেয়ে ৩ জন ও ছেলে=১ জন)। ৫) বিরল উপজেলা বিষ্ণুপুর হালজায় ও আছটিয়া গ্রামের মোট ৫জন পিওওসি ২৫১ শতক জমির কাগজপত্র হালনাগাদ করেছে। যার ফলে তাদের জমিগুলো নিরাপদ হয়েছে। ৬) চলতি বছরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে সভা করার ফলে ৪ টি আদিবাসী কমিউনিটির ৮৯ টি পরিবারকে ৫০০ টি উন্নত জাতের আমের চারা প্রদান করেছে এবং আছটিয়া গ্রামে ১ টি সোলার পাতকুয়া স্থাপনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। সভায় রঘুদেবপুর কমিউনিটিতে যাওয়ার রাস্তা মেরামত, হালজায় কড়া কমিউনিটিতে ইউ ড্রেন না থাকার কারণে জলাবদ্ধতা দুরীকরন, জমি আছে ঘর নাই এ ধরনের পিওওসিদের আবাসন প্রসঙ্গে আলোচনা করা হয়। আলোচনায় ইএসডিও এর ইয়ুথ ডেভেলপমেন্ট অফিসার শাহিন রেজা, ইকোনোমিক ইনপাওয়ারমেন্ট ম্যানেজার সামসুৎ তাবরীজ, বিরল প্রেস ক্লাবের সভাপতি এম এ কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, সাবেক সভাপতি তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান, আতিউর রহমান, নির্বাহী সদস্য সুবল রায়, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ সুজন রেজা, আদিবাসী কমিউনিটির নেতা সুদেব সিং, মুনি কড়া, নিমা সিং, শুনিয়া, শপথ পাহান প্রমূখ বক্তব্য রাখেন।