নীলফামারীর সৈয়দপুরে আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে এটির আয়োজন করে সৈয়দপুর উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই-আলম সিদ্দিকী। এ সময় বক্তব্য বলেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ সিদ্দিকুল আলম সিদ্দীক, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলেমুল বাশার, থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহা আলম, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিনুল হক মহসিন, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাজাদা সরকার, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লানচু চৌধুরী, সাংবাদিক এম আর আলম ঝন্টু, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান জুন, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোছাঃ নুর বানু, বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী, পৌরসভার সাবেক কাউন্সিলর মোছাঃ মিনারা বেগম, পৌরসভার প্রতিনিধি আকমল সরকার রাজু, কাউন্সিলর কাজী জাহানারা, এম এ করিম, এশিয়ান টেলিভিশন সৈয়দপুর প্রতিনিধি ও সৈয়দপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত ওবায়দুল ইসলামসহ অনেকে। সভায় আইনশৃঙ্খলা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সৈয়দপুরে আইনশৃঙ্খলা পুর্বের চেয়ে অনেক ভাল অবস্থানে। তাছাড়া গত মার্চ মাসে চুরি, ছিনতাই, মাদক, মদ, গাঁজা, হিরোইন ও জুয়ার বিষয়ে মোট মামলা ছিল ২৫টি। এর মধ্যে মাদক মামলা ৪টি, চুরি ১টি, জুয়া ২টি, নারী ও শিশু নির্যাতন ২টু, অপহরণ ১টি, ধর্ষণ মামলা ১টি ও অন্যান্য ১২টি। এ ছাড়া গ্রাম আদালতে আসা মামলাগুলোর মধ্যে বেশীর ভাগই করা হয় নিস্পত্তি। আইনশৃঙ্খলা কমিটির সভার পাশাপাশি আগামী ২১ মে সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোন ধরনের যেন বিশৃংখলা না ঘটে সেদিকে কঠোর নজরদাড়ি করছে পুলিশ প্রশাসন। নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে সকল ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়।