ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তাপস চন্দ্র (১৫) নামে এক স্কুলছাত্রীগলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাতে নিজ শয়ন ঘরে গলায় ফাঁস দেয় সে আত্মহত্যা করে।
তাপস চন্দ্র হরিপুর উপজেলার আমগাও ইউনিয়নের লুকানী গ্রামের অমেন্দ্র চন্দ্রের ছেলে ও যাদুরাণী উচ্চবিদ্যালয়ের ছাত্র।
নিহত তাপস চন্দ্রের পিতা অমেন্দ্র চন্দ্র জানান, তিন ছেলে মধ্যে তাপস চন্দ্র আমার বড় ছেলে, সে এবার যাদুরাণী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়। রোববার এসএসসি পরীক্ষার ফলাফল বের হয়, এতে সে অকৃকার্য হয়। রোববার রাতে খাওয়া দাওয়া করে তাপস সহ আমরা নিজ নিজ ঘরে সবাই ঘুমিয়ে পড়ি। সোমবার সকালে তার কোনো সাড়া শব্দ না পেলে ঘরের দরজা ভেঙ্গে দেখি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মুহা. শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা এসেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থাগ্রহণ করা হবে।