মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগ-সৈয়দপুর উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন চলছে। আাজ সোমবার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট প্রয়োগ করবেন ৮৯৩ জন অভিভাবক। অভিভাবক প্রতিনিধি হিসেবে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৪ জন নির্বাচিত হবেন। এ ছাড়া মহিলা প্রতিনিধি ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে নির্বাচিত হবেন ২ জন। তাছাড়া শিক্ষক প্রতিনিধি ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, আরো ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এদের মধ্যে ২ জন নির্বাচিত হবেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুল হক ভূইয়া। শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন চলছে।