ঢাকা-ময়মনসিংহ মাসড়কের ভালুকা অংশে ভরাডোবায় খানাখন্দগুলো নিম্ম মানের ইট ও মাটি মিশ্রিত বালু দিয়ে ভরাট করছে সড়ক ও জনপদ বিভাগ। দীর্ঘ দিন ঢাক-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশের ভরাডোবায় ঢাকাগামী লেনে খানা-খন্দের সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপোযোগী হয়ে আছে। সড়ক বিভাগ কয়েক ধাপে এসব খানাখন্দ মেরামত করলেও অল্প কযেক দিনের ব্যবধানে জুড়াতালি উঠে গিয়ে আবার খানাখন্দের সৃষ্টি হয়। সড়ক ও জনপদ বিভাগ আবারও খানাখন্দ গুলো ভরাট শুরু করেছে। তবে ভরাট কাজে নিন্মমানের ইট ও মাটি মিশ্রত বালি ব্যবহার করা হচ্ছে। ফলে অল্প সময়ের মধ্যেই মাটি মিশ্রিত বালি ও ইট সড়ে গিয়ে আবার খানাখন্দের সৃষি হয়ে সড়কের এই অংশ আবারও যান চলাচল অনুপোযোগী হয়ে পড়বে চালকদের দাবী। বৃষ্টির মৌসুম বৃষ্টি হলেই মাটি কাদার সৃষ্টি হয়ে উঠে যাবে। ওইসব খানাখন্দ গুলো বড় গর্তের সৃষ্টি হয়ে পানি জমবে। এতে করে যানচলাচল সহ পথচলা সাধারন মানুষ ভোগান্তিতে পড়বে।
চালকরা জনান, প্রায় দুই বছর ধরে সড়কের এ অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। মাঝে মধ্যে ইট মাটি ও বালু দিয়ে গর্তগুলো বন্ধ করা হয়। আবার কয়েদিন পর গর্তের সৃষ্টি হয়। এতে আমাদের গাড়ীর ক্ষতি হয়। দুর্ঘটনার ঝুকি নিয়ে গাড়ী চালাতে হয়। এই সড়কে দৈনিক কয়েক হাজার গাড়ী চলাচল করে। গাড়ী গর্তে পড়ে নষ্ট হচ্ছে যান্ত্রাংশ।
পথচারীরা জানান, কয়েক বছর ধরে মহাসড়কের এ অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোন রকম জুরাতালি দিয়ে গর্তগুলো বন্ধ করে। সড়কের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় ভয় লাগে। গর্তে পানি ছিটে এসে কাপড় নষ্ট হয়। গাড়ী হেলেদুলে চলতে হয়। দুর্ঘটনার আশঙ্কা থাকে।
মোবাখ্খার ইসলাম তুহিন উপ-সহকারী প্রকৌশলী ময়মনসিংহ দক্ষিন তিনি মোবালইল ফোনে জানান, কয়েক দিনের জন্য গর্ত ভরাট করা হচ্ছে। পরবর্তীতে সড়কের এক সাইট বন্ধ করে ভাল ভাবে কাজ করা হবে।