জেলার হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জালসহ চারজনকে আটক করা হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট ও আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৩০ হাজার টাকা মূল্যের নতুন ৬৩ হাজার মিটার ইলিশ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপরদিকে মেঘনা নদীর চর মেমানিয়ায় অভিযান চালিয়ে একটি বেহুন্দী জাল ও দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি তিনজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন হাজার টাকা করে মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।